সৌদি অস্ত্র গুদামে ড্রোন হামলার দাবি হুতিদের, সৌদি-জোট বলছে বেসামরিক এলাকা
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি আন্দোলনের সশস্ত্র বিদ্রোহীরা সৌদি আরবের নাজরান বিমানবন্দরের অস্ত্র গুদামে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। অপরদিকে, হুতিবিরোধী সৌদি নেতৃত্বধীন সামরিক জোট বলছে যে ড্রোন হামলাটি হয়েছে একটি বেসামরিক এলাকায়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ (২১ মে) হুতিদের আল মাসিরাহ টেলিভিশন থেকে বলা হয়েছে যে সৌদি আরবের নাজরান বিমানবন্দরের একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালানোর পর সেখানে আগুন লেগে যায়।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়, ড্রোনে করে যে বিষ্ফোরক বহন করা হয়েছিলো সেগুলো একটি বেসামরিক এলাকায় ফেলা হয়।
এর ফলে কোনো হতাহত হয়েছে কী না সে সম্পর্কে জোটের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
এদিকে, গতকাল পবিত্র মক্কা নগরীতে হুতিরা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে- এমন খবর সৌদি সংবাদ মাধ্যমে প্রচার করা হলে তা প্রত্যাখান করেছে বিদ্রোহীরা।
আরও পড়ুন:
Comments