কৃষকের বঞ্চনার পেছনে সরকারের ‘দায়িত্বহীনতা’ দায়ী: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বুধবার বলেছেন, কৃষি নীতিমালার অভাব ও সরকারের ‘দায়িত্বহীনতার’ কারণে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না।
dr kamal hossain
ড. কামাল হোসেন। স্টার ফাইল ছবি

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বুধবার বলেছেন, কৃষি নীতিমালার অভাব ও সরকারের ‘দায়িত্বহীনতার’ কারণে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না।

তিনি বলেন, “ধান উৎপাদনের জন্য কৃষককে এমন শাস্তি পেতে হবে এটা অকল্পনীয়। ধান চাষ করে মূল্য না পেয়ে কৃষক তার ধান মাঠেই পুড়িয়ে ফেলছে। এ অবস্থার জন্য একমাত্র সরকার দায়ী।”

জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে ড. কামাল বলেন, “সরকার সব খাতে দায়িত্বহীনতা দেখাচ্ছে। কৃষক ও দেশের নাগরিকদের প্রতি তারা কোনো দায়িত্ব পালন করছে না। তাদের দায়িত্বহীন মনোভাব কৃষি খাতের সংকটের মূল কারণ।”

তিনি আরও বলেন, কৃষকদের সংখ্যা এবং তাদের উৎপাদন ক্ষমতা সম্পর্কে সরকারের কোনো পরিসংখ্যান নেই কারণ তারা কোনো কৃষি আদমশুমারি করেনি। জনগণকে বুঝতে হবে যে অনির্বাচিত এ সরকারকে বহন করার মূল্য সমগ্র দেশবাসীকে দিতে হচ্ছে।

ড. কামাল এ সময় জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের বর্তমান পরিস্থিতি উত্তোরণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, সংবিধান লঙ্ঘন করে নির্বাচন করেছে বর্তমান সরকার। এটা দেশবাসীর প্রতি চরম অবজ্ঞা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Intense traffic grips Dhaka as polytechnic students block Satrasta Mor

Hundreds of students gathered in the intersection around 11:30am, said a traffic sergeant of the area.

1h ago