কোপা দেল রে'র ফাইনালে স্টেগেনকে পাচ্ছে না বার্সেলোনা
বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। লা লিগা জয়ের অন্যতম প্রধান সেনানী এ গোলরক্ষক। তবে কোপা দেল রে'র ফাইনালে তাকে পাচ্ছে না কাতালানরা। হাঁটুর চোটের কারণে ছিটকে গেছেন তিনি। গোলবারে তার জায়গায় খেলতে পারেন ডাচ গোলরক্ষক জেসপার সিলেসেন।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত একটায় কোপা দেল রে'র ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। সে জন্য বার্সেলোনার স্কোয়াডে স্টেগেনকে রাখেননি কোচ এরনেস্তো ভালভার্দে। একই কারণে ইউরো বাছাইপর্বে বেলারুশ ও এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের জন্য জার্মানি দলেও জায়গা পাননি টের স্টেগেন।
লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনাল থেকে অপ্রত্যাশিতভাবে লিভারপুলের কাছে হেরে যায় বার্সেলোনা। সে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দলটি। তাই কোপা দেল রে জিতে ঘরোয়া ডাবল জয় দলটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে টের স্টেগেনের না থাকা বেশ বড়সড় ধাক্কাই দলের জন্য। কারণ সেরা ছন্দে নেই সিলেসেন। লা লিগার শেষ ম্যাচে খেলতে নেমে এইবারের বিপক্ষে ড্র করা ম্যাচে দুটি গোলই তারা খেয়েছিল এ ডাচ গোলরক্ষকের ভুলে।
চলতি মৌসুমে দলের হয়ে ৪৯টি ম্যাচে মাঠে নেমেছেন টের স্টেগেন। যার মধ্যে ৩৫টি লা লিগা, ১১টি চ্যাম্পিয়ন্স লিগ ও দুইটি কোপা দেল রে'র ম্যাচে অংশ নেন তিনি।
তবে ম্যাচটি জিতলে প্রতিযোগিতায় রেকর্ড টানা পঞ্চম শিরোপা জিতবে বার্সেলোনা। অন্যদিকে ২০০৮ সালে এই কোপা দেল রে'র ফাইনালে গেতাফের বিপক্ষে ৩-১ গোলে হারিয়ে শেষবার কোন শিরোপা জিতেছিল ভ্যালেন্সিয়া।
Comments