পর্তুগিজ দলে রোনালদোর সঙ্গী 'নতুন রোনালদো'

ছবি: এএফপি

ক্রিস্তিয়ানো রোনালদোর অন্তর্ভুক্তিটা নিশ্চিতই ছিল। আগেই সে কথা জানিয়ে রেখেছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। এই রোমাঞ্চের সঙ্গে চমক যুক্ত হয়েছে আরও একটি। 'নতুন রোনালদো' খ্যাত জোয়াও ফেলিক্সকে অন্তর্ভুক্ত করে উয়েফা নেশন্স লিগের জন্য দল ঘোষণা করেছে পর্তুগিজরা।

প্রথমবারের মতো আয়োজিত নেশন্স লিগের গ্রুপ পর্ব মাঠে গড়িয়েছিল গেল বছর। পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো অবশ্য খেলেননি। তখন তিনি ছিলেন স্বেচ্ছা বিশ্রামে। তবে, তাকে ছাড়াই দারুণ পারফর্ম করে পর্তুগাল। ইতালি ও পোল্যান্ডকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। জায়গা করে নেয় প্রতিযোগিতার শেষ চারে।

চলতি বছর মার্চে পর্তুগিজ দলে ফেরেন রোনালদো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের ছয়টি ম্যাচে না খেলা এই মহাতারকা অংশ নেন ইউরো ২০২০- এর বাছাইপর্বে। সেই ধারাবাহিকতায় এবার নেশন্স লিগের দলেও জায়গা পেলেন তিনি।

১৯ বছর বয়সী 'বিস্ময় বালক' ফেলিক্স প্রথমবারের মতো ডাক পেলেন পর্তুগিজ দলে। সদ্য সমাপ্ত মৌসুমটা দুর্দান্ত কেটেছে এই উইঙ্গারের। বেনফিকার হয়ে পর্তুগিজ লিগের শিরোপা জয়ের পথে ফেলিক্স করেছেন ১৫ গোল। সাড়া ফেলে দিয়েছিলেন উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে। তাই তো গুঞ্জন বেড়িয়েছে, তার পেছনে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মতো পরাশক্তিরা।

নেশন্স লিগের মূল পর্ব বসতে যাচ্ছে আগামী জুনে। অনুষ্ঠিত হবে পর্তুগালের মাটিতেই। সেখানে ৫ জুন প্রথম সেমিফাইনালে স্বাগতিকরা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। পরদিন দ্বিতীয় সেমিতে নেদারল্যান্ডস মোকাবেলা করবে ইংল্যান্ডকে। এই দুই ম্যাচের জয়ী দল আগামী ১০ জুন ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

২৩ সদস্যের পর্তুগাল স্কোয়াড:

গোলরক্ষক: বেতো, রুই প্যাট্রিসিও, জোসে সা;

ডিফেন্ডার: রাফায়েল গেরেইরো, মারিও রুই, নেলসন সেমেদো, জোয়াও ক্যান্সেলো, রুবেন দিয়াস, পেপে, জোসে ফন্ত;

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস, দানিলো পেরেইরা, উইলিয়াম কারভালহো, পিজ্জি, রুবেন নেভেস, জোয়াও মৌতিনহো, জোয়াও ফেলিক্স, বার্নাদো সিলভা, রাফা সিলভা;

স্ট্রাইকার: ক্রিস্তিয়ানো রোনালদো, দিয়েগো জোতা, দিয়েগো সোসা, গনকালো গেদেস।

Comments

The Daily Star  | English

Publish newspaper ads asking Hasina, Asaduzzaman to appear on June 24: ICT

Another accused, former IGP Mamun, is already under custody and was produced before the court today

16m ago