নাইকো দুর্নীতি মামলা: আদালত স্থানান্তরের বিরুদ্ধে খালেদার রিট
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার প্রক্রিয়া ঢাকার একটি আদালত থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ বিশেষ আদালতে সরিয়ে নিতে সরকারি প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ (২৬ মে) ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
এর আগে, গত ১২ মে আইন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, নিরাপত্তার স্বার্থে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাসহ ১৭টি মামলার বিচার প্রক্রিয়া কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ এক বিশেষ আদালতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভবন-২ এ স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার বিচার চলবে।
Comments