ইরান চাইলে আমরা আলোচনায় বসবো: ট্রাম্প
জাপানে সফররত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডেনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যদি কথা বলতে চায় তাহলে তার সরকারও কথা বলবে।
আজ (২৭ মে) আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এ কথা জানায়।
টোকিওতে আবের সঙ্গে দেখা হওয়ার পর ট্রাম্প বলেন, “আমি জানি জাপান ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই চমৎকার। তাই দেখি কী ঘটে।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে প্রধানমন্ত্রী আবে সে সম্পর্কে আমাকে বলেছেন। আমি বিশ্বাস করি যে ইরান আলোচনায় বসতে চাওয়াটিকে পছন্দ করবে। যদি তারা কথা বলতে চায় তাহলে আমরাও কথা বলবো। দেখি কী ঘটে… কেউই চান না ভয়ঙ্কর কিছু ঘটুক। বিশেষ করে, আমি তা চাই না।”
আবে যদি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার কাজে সহযোগিতা করতে চান তাহলে তিনি তা সমর্থন করবেন বলেও জানান ট্রাম্প।
এর আগে মার্কিন রাষ্ট্রপতি বলেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনায় বসতে তার কোনো সমস্যা নেই। তিনি সামরিক সংঘাত এড়িয়ে যাওয়ারও পথ খুঁজছেন। কিন্তু, এ বিষয়ে ইরান সরকারের বক্তব্য, ‘কাদের সঙ্গে বসবো- যারা আমাদের বিরুদ্ধে অবরোধ চাপিয়েছে?’
হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারেও তেহরানের কোনো আগ্রহ নেই বলেও জানান দেশটির বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা।
Comments