বিশ্বকাপে দ্রুত রান তোলার দায়িত্ব নিতে তৈরি সাব্বির

এবারের বিশ্বকাপে রান-বন্যার প্রত্যাশা করছেন ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। দলগুলো তিনশ ছাড়ানো সংগ্রহ গড়বে অহরহ। বাংলাদেশের হয়ে স্কোরবোর্ডে ৩০০+ রান তোলার ভিতটা গড়ে দেবেন তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। তবে ইনিংসের শেষদিকে গিয়ে মূল কাজটা সারতে হবে লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরই। আর ডেথ ওভারে দ্রুত রান তোলার এই দায়িত্বটা বুঝে নিতে তৈরি সাব্বির রহমান।
sabbir rahman
ফাইল ছবি

এবারের বিশ্বকাপে রান-বন্যার প্রত্যাশা করছেন ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। দলগুলো তিনশ ছাড়ানো সংগ্রহ গড়বে অহরহ। বাংলাদেশের হয়ে স্কোরবোর্ডে ৩০০+ রান তোলার ভিতটা গড়ে দেবেন তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। তবে ইনিংসের শেষদিকে গিয়ে মূল কাজটা সারতে হবে লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরই। আর ডেথ ওভারে দ্রুত রান তোলার এই দায়িত্বটা বুঝে নিতে তৈরি সাব্বির রহমান।

হার্ডহিটার হিসেবে বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সাব্বির। উইকেটে নেমেই বল পিটিয়ে মাঠছাড়া করার দক্ষতা রয়েছে তার। বিশ্বকাপেই সেই দক্ষতারই পূর্ণ চিত্রায়ন দেখতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

সোমবার (২৭ মে) আইসিসি ওয়েবসাইটের কাছে সাব্বির জানান, ‘আমার কাজ থাকবে ৬, ৭ কিংবা ৮ নম্বরে ব্যাটিং করা। আমি দ্রুত রান তুলে খেলতে পছন্দ করি। বিশ্বকাপে সে কাজটাই করব। শেষ ওভারগুলোতে বেশি বেশি রান তুলে দলের স্কোর বড় করতে মুখিয়ে আমি। বাংলাদেশের ইনিংসে বাড়তি গতি আনতে চাই আমি।’

নিজের দায়িত্বটা সহজ করতে উপরের সারির ব্যাটসম্যানদের কাছে সাহায্য চাইছেন সাব্বির। বিশেষ করে দেশসেরা ওপেনার এবং গেল চার বছর ধরে অতিমানবীয় ফর্মে থাকা তামিম ইকবালের কাছে। তামিম বড় ইনিংস খেললে লেজের দিকে নেমে মারমুখী ব্যাটিং করার রসদ পেয়ে যাবেন তিনি, এমনটাই ভাবছেন সাব্বির, ‘আমরা প্রত্যাশা করছি তামিম লম্বা সময় ধরে উইকেটে থাকবেন। এই ধরুন, ৪০ ওভার পর্যন্ত। আর যদি উইকেট ভালো হয়, আমি স্কোরটাকে আরও বড় করতে পারব।’

ইংল্যান্ড বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে থাকা ব্যাটসম্যানদের মধ্যে সাব্বিরের স্ট্রাইক রেট দ্বিতীয় সর্বোচ্চ। তার উপরে আছেন কেবল সৌম্য সরকার (৯৯.৯৩)। সাব্বিরের স্ট্রাইক রেট ৯১.৫১। ২০১৪ সালে অভিষেক হওয়ার পর ৬১ ওয়ানডে খেলে ১ হাজার ২১৯ রান করেছেন তিনি। তার নামের পাশে রয়েছে ১ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now