মালিবাগে পুলিশের ভ্যানে বিস্ফোরণ

সারাদেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা

রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনার পর সারাদেশে পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
Bangladesh Police Logo

রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনার পর সারাদেশে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, মালিবাগের ঘটনাটির ব্যাপারে পুলিশ সদর দপ্তর দৃষ্টি রাখছে। সংশ্লিষ্ট ইউনিটকে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইএসের দায় স্বীকারের বিষয়টি পুলিশের দৃষ্টিতে এসেছে। তবে, এখন পর্যন্ত ঘটনার সঙ্গে ওই জঙ্গি সংগঠনটির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

রোববার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণে পুলিশের এক নারী সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন আহত হন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, এই ঘটনার দায় স্বীকার করেছে আইএস।

মালিবাগে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণে নারী সহকারী উপ-পরিদর্শক ও পাশে থাকা একজন রিকশাচালক আহত হন। ছবি: সংগৃহীত

মালিবাগের ঘটনার ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রধান আসাদুজ্জামান মিয়া আজ সোমবার বলেন, গাড়িতে বিস্ফোরিত বোমাটি সাধারণ বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল।

বিস্ফোরণে পুলিশের ভ্যানটির পেছনের অংশ দুমড়ে গিয়ে এতে আগুন ধরে যায়।

এর আগে গত ২৯ এপ্রিল রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনারও দায় স্বীকার করেছিল আইএস।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

30m ago