শাহজালালে ১০ কেজির বেশি সোনা উদ্ধার, আটক ১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়।
Gold
২৭ মে ২০১৯, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করার পর তাকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়।

শুল্ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৭ মে) রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রী ও গাজীপুর নিবাসী মো. আব্দুস সালামের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের ১০৩টি সোনার বার উদ্ধার করা হয়।

এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- যাত্রী লিখিতভাবে জানান যে, এই স্বর্ণের প্রকৃত মালিক এইচ. এম নুরুজ্জামান ওরফে জিকো নামের এক ব্যক্তি, যার বাড়ি ঢাকার  খিলক্ষেতে। যাত্রীর মোবাইলে জিকো’র ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া যায়।

যাত্রী আরও জানান, বিমানবন্দরে কর্মরত কোনো এক সংস্থার এক কর্মকর্তা এই স্বর্ণ গ্রহণ করবেন এবং তিনিই ‘জিকো’-র কাছে এই স্বর্ণ হস্তান্তর করবেন।

আরও উল্লেখ্য যে, এই যাত্রী শুধুমাত্র মে মাসে পাঁচবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এবং আগেও বিমানবন্দরে কর্মরত উক্ত কর্মকর্তার মাধ্যমে স্বর্ণ হস্তান্তর করেছেন। তবে যাত্রী বিমানবন্দরে কর্মরত উক্ত কর্মকর্তার ব্যাপারে বিশদ কোনো তথ্য দিতে পারেননি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago