হ্যাজার্ডের নৈপুণ্যে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন চেলসি

ফাইনালের প্রথমার্ধে গোলের কোনো দেখা নেই। দ্বিতীয়ার্ধে হলো উল্টোটা। গোল উৎসব করল চেলসি, যার দুটি এলো এডেন হ্যাজার্ডের পা থেকে। বেলজিয়ান এই ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্সেনালকে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল ব্লুজরা।

ফাইনালের প্রথমার্ধে গোলের কোনো দেখা নেই। দ্বিতীয়ার্ধে হলো উল্টোটা। গোল উৎসব করল চেলসি, যার দুটি এলো এডেন হ্যাজার্ডের পা থেকে। বেলজিয়ান এই ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্সেনালকে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল ব্লুজরা।

বুধবার রাতে (৩০ মে) আজারবাইজানের রাজধানী বাকুতে স্বদেশী ক্লাব আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে ইংলিশ পরাশক্তি চেলসি। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতায় এটি তাদের দ্বিতীয় শিরোপা। ২০১২-১৩ মৌসুমে প্রথমবার ইউরোপা লিগ জিতেছিল দলটি।

প্রথমার্ধের শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের পায়ে। ধীরে ধীরে ম্যাচে ফেরে চেলসি। প্রথমার্ধের শেষদিকে দারুণ দুটি সুযোগও পায় তারা। তবে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন গানারদের বিদায়ী গোলরক্ষক পিওতর চেক।

দ্বিতীয়ার্ধে ফাটল ধরে সেই বাধার দেয়ালে। আর্সেনালের রক্ষণভাগকে নাকানি-চোবানি খাইয়ে ছাড়ে চেলসি। ফাইনাল হয়ে পড়ে একপেশে। ৪৯ থেকে ৭২- এই ২৩ মিনিটের মধ্যে তারা আদায় করে নেয় চার গোল।

জোড়া গোল করেন হ্যাজার্ড। ৬৫তম মিনিটে প্রথমটি আসে পেনাল্টি থেকে। ৭২তম মিনিটে দ্বিতীয়টি বাঁ পায়ের মাপা শটে। তার আগে ৫৯তম মিনিটে আর্সেনালের জালে বল জড়ান স্প্যানিশ উইঙ্গার পেদ্রো। আর গোল বন্যার শুরুটা হয়েছিল অলিভিয়ের জিরুদের হেড থেকে। ১১ গোল নিয়ে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা এই ফরাসি স্ট্রাইকার।

হ্যাজার্ডের দুই গোলের মাঝে দুর্দান্ত ভলিতে চেলসির জাল কাঁপান বদলি ফরোয়ার্ড অ্যালেক্স আইওবি। তাতে খানিক সময়ের জন্য ঘুরে দাঁড়ানোর রূপকথা লেখার স্বপ্ন দেখছিল উনাই এমেরির শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত আইওবির গোলটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে।

হেরে গিয়ে শিরোপা হাতছাড়া করার পাশাপাশি আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারানোর আক্ষেপে পুড়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে আগেই।

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

14m ago