নুসরাত হত্যা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
ফেনীর সোনাগাজী মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।
আমাদের ফেনী প্রতিবেদক জানান, আজ (৩০ মে) জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন মামলাটি বদলির আদেশ দেন এবং পরবর্তী শুনানি ধার্য করেন আগামী ১০ জুন।
আদালত সূত্র জানায়, আজকের শুনানির সময় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা এবং হত্যা মামলার অভিযুক্তপত্রে থাকা অপর ১৫ জন আদালতে উপস্থিত ছিলেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গতকাল মাদরাসা অধ্যক্ষসহ ১৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সেসময় বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের কাছে সংস্থাটি ৮০৮ পৃষ্ঠা অভিযোগপত্র দাখিল করে।
আরও পড়ুন:
Comments