রাউধার বাবা পিবিআই’র প্রতিবেদনকে বললেন ‘কাল্পনিক’
রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী মালদ্বীপের নাগরিক ও মডেল রাউধা আতিফের বাবা মোহাম্মদ আতিফ বলেছেন যে, তার কন্যার মৃত্যু রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ (৩০ মে) ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাউধার মৃত্যুর ঘটনায় পিবিআই’র তদন্ত প্রতিবেদনের নিয়ে মালদ্বীপের সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন সংযুক্ত করে তিনি মন্তব্য করেছেন, “পিবিআই একটি কাল্পনিক প্রতিবেদন প্রস্তুত করেছে এবং সেটিকে একটি প্রেমের নাটকের মতো চেহারা দিয়েছে।”
মালদ্বীপের চিকিৎসক ও রাজনীতিক মোহাম্মদ আতিফ ফেসবুকে আরও লিখেছেন, “এটিই সেটি (পিবিআই প্রতিবেদন), যা তারা (পিবিআই) চায় এবং যেভাবে এই মামলাটি শেষ করতে চায়।”
রাউধার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রাজশাহীর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন পিবিআই’র তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান।
প্রতিবেদনে বলা হয়, রাউধাকে কেউ হত্যা করেনি। প্রেমিকের প্রতারণা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলো।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ মার্চ ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউধাকে (২০) তার কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিলো।
আরও পড়ুন:
Comments