ঘূর্ণিঝড় ফণী আক্রান্তদের সহায়তায় চীনের ১ লাখ ডলার অনুদান

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে রেডক্রস সোসাইটি অব চায়না।
Fani crop damaged
সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ফণী’-তে দেশে অন্তত ৬৩ হাজার হেক্টর জমি বন্যায় তলিয়ে যায় এবং ১ হাজার ৮০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়। ছবি: স্টার ফাইল ফটো

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে রেডক্রস সোসাইটি অব চায়না।

গতকাল (৩০ মে) ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিনের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগ) নাজমুল আযম খান, সহকারী পরিচালক খ. এনায়েতুল্লাহ একরাম পলাশসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ঝ্যাং ঝু জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পরিচালিত বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ফিরোজ সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান রেডক্রস সোসাইটি অব চায়না। তারা বাংলাদেশে সংঘটিত বড় ধরনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তায় সর্বদাই বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পাশে দাঁড়িয়েছে। 

সরকারি হিসাব অনুযায়ী, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ৫৩৬ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে পরিবেশ, অবকাঠামো ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘূর্ণিঝড়ে ৬৩ হাজার হেক্টর জমি বন্যায় তলিয়ে যায় এবং ১ হাজার ৮০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়।

 

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Column by Mahfuz Anam: Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

10h ago