যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে ‘এলোপাতাড়ি’ গুলিতে ১২ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সরকারি ভবনে এক বন্দুকধারী পৌরকর্মীর ‘এলোপাতাড়ি’ গুলিতে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভার্জিনিয়া বিচ শহরের পুলিশ প্রধান জেমস চারভেরা এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
তিনি বলেন, “স্থানীয় সময় গতকাল বিকেল চারটার দিকে বন্দুকধারী ভার্জিনিয়া বিচ পৌর ভবনের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি করতে শুরু করেন।”
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার পর ভবনের বাইরে গাড়ির ভেতর একজনের এবং বাকিদের মৃতদেহ তিন তলাবিশিষ্ট ভবনটির বিভিন্ন স্থানে পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
জেমস চারভেরা জানান, হামলাকারী পয়েন্ট ৪৫ ক্যালিবারের হস্তচালিত বন্দুকের সাহায্যে এই হামলা চালান এবং তিনি বেশ কয়েকবার বন্দুকের ম্যাগাজিন পরিবর্তন করেন। তাছাড়া, বন্দুকটিতে শব্দনিরোধকও ব্যবহার করেন তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলাকারী একজন পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ সদস্যও পাল্টা গুলি ছোড়েন। ওই সময় হামলাকারী নিহত হন। বুলেটরোধী ভেস্টের কারণে আহত ওই পুলিশ সদস্য বেঁচে যান।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির ফরেনসিক টেকনিশিয়ানরা স্থানীয় পুলিশের সঙ্গে যুক্ত হয়ে ঘটনাটি তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি।
Comments