‘স্পিনে পটু’ বাংলাদেশের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন তাহির
এবার বিশ্বকাপের প্রথম ওভারটাই বল হাতে পেয়েছিলেন ইমরান তাহির, পেয়েছিলেন উইকেটও। ওভালের মাঠে সেই ম্যাচে ভালো বল করেও ফল ঘরে তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই মাঠেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে শক্ত চ্যালেঞ্জ দেখছেন তাহির।
ওভালে প্রথম ম্যাচে স্পিনাররা প্রত্যাশার চেয়ে বেশি সুবিধা পেয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও উইকেটের চরিত্র থাকছে একই। উইকেটের সাহায্য পাবেন ঠিকই, কিন্তু যাদের বিপক্ষে খেলা সেই বাংলাদেশের ব্যাটসম্যানরা আবার স্পিনে বেশ পটু।
রোববার দ্বিতীয় ম্যাচের আগে তাই প্রোটিয়া স্পিনারের কণ্ঠে ঝরল উদ্বেগমাখা সমীহ, ‘দেখেন, সবাই জানে তারা (বাংলাদেশ) যে কন্ডিশনে খেলে বেড়ে উঠেছে তাতে স্পিন খুব ভালো খেলার কথা। এবং এটাও জানা কথা নিজেদের দিনে তারা কতটা বিপদজনক হতে পারে।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেছেন কেবল তাহির। জেপি ডুমিনি আর এইডেন মার্কাম দিয়ে ঠেকার কাজ চালানো গেছে। তাহির জানালেন স্কোয়াডে থাকা আরেক বিশেষজ্ঞ স্পিনার তাবরাইজ শামসিকে নিয়ে কঠিন চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি, ‘একজন স্পিনার হিসেবে আমি এবং শামসি (তাবরাইজ শামসি), আমরা দুজনই পুরো তৈরি আছি। এটা কঠিন একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে অন্য সব ম্যাচের মতই আমরা পুরো প্রস্তুত এবং ভীষণ আশাবাদি।’
Comments