বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ
২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে রবিবার (২ জুন)। নিজেদের উদ্বোধনী ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। লন্ডনের কেনিংটন ওভালে টাইগারদের ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা দল নিয়েই খেলতে গেছে বাংলাদেশ। অভিজ্ঞতায় ঋদ্ধ দলটিতে তারুণ্যের জয়গানেরও কমতি নেই। সাম্প্রতিক অতীতও কথা বলছে বাংলাদেশের পক্ষে। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটবিশ্ব দেখছে নতুন এক বাংলাদেশকে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজ দিয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় কোনো আসরের শিরোপা জেতার স্বাদও পেয়ে গেছে তারা। লক্ষ্যটা তাই আকাশ ছোঁয়ার। বিগত সকল বিশ্বকাপে নিজেদের যত অর্জন আছে তা ছাপিয়ে আরও উঁচুতে যাওয়ার।
এ ম্যাচের আগে টাইগারদের প্রেরণা দিচ্ছে ২০০৭ বিশ্বকাপের সুখস্মৃতি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওই আসরের সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্ব আসরে প্রোটিয়াদের বিপক্ষে ওটাই তামিম-সাকিবদের একমাত্র জয়। বাকি দুটি ম্যাচে জয়ী দক্ষিণ আফ্রিকানরা।
বাংলাদেশের এটি প্রথম ম্যাচ হলেও প্রোটিয়ারা বিশ্বকাপের ময়দানে পা রেখেছে আগেই। ইংল্যান্ডের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। তাই জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। আর বাংলাদেশও জয় দিয়ে আসর শুরু করতে মুখিয়ে। তাই জমজমাট একটি লড়াই দেখার প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ শিবিরে আছে চোট সমস্যা। অবশ্য হাতে চোট পাওয়া তামিম ইকবাল খেলবেন জানিয়ে শনিবার (১ জুন) সংবাদ সম্মেলনে আশাবাদ প্রকাশ করেছেন টাইগার দলনেতা মাশরাফি। তবে পিঠের চোটে থাকা মোহাম্মদ সাইফুদ্দিনের খেলাটা নিশ্চিত নয়। মাশরাফি জানান, ‘তামিমেরটা আর সমস্যা না। ও তো খেলবে। সাইফুদ্দিনকে নিয়ে একটু দেখতে হবে।’
দক্ষিণ আফ্রিকার আগের ম্যাচটি ছিল ওভালেই। টসে জেতার পর দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসি প্রথম ওভারেই ইমরান তাহিরের হাতে বল তুলে দিয়ে গড়েছিলেন ইতিহাস। সেদিন উইকেট থেকে স্পিনাররা বেশ ভালোই সুবিধা আদায় করে নিয়েছিলেন। সেই বাস্তবতায় বাংলাদেশের একাদশে অতিরিক্ত স্পিনার রাখার ভাবনার কথাও তুলে ধরেন ম্যাশ, ‘যদি ভাবতে চাই তাহলে সাত নম্বর পজিশনে ব্যাটিং প্লাস অফ স্পিনারের কথাই ভাবতে হয়। বাঁহাতি স্পিনার তো নাই। তাই অফ স্পিনিং অলরাউন্ডারের কথা ভাবছি। তবে এখনো নিশ্চিত না।’
পরিসংখ্যান:
দুদলের মুখোমুখি হওয়া মোট ম্যাচ: ২০টি। বাংলাদেশ জয়ী: ৩টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ১৭টি।
বিশ্বকাপে মোট ম্যাচ: ৩টি। বাংলাদেশ জয়ী: ১টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ২টি।
সম্ভাব্য একাদশ:
তামিম শেষ পর্যন্ত নামতে না পারলে তার জায়গা নেবেন লিটন দাস। আর সাইফুদ্দিনের পরিবর্তে রুবেল হোসেনের খেলাটা প্রায় নিশ্চিত। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে থাকার লড়াইয়ে সাব্বির রহমানের চেয়ে এগিয়ে মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ:
তামিম ইকবাল/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন/মোহাম্মদ সাইফুদ্দিন।
বিশ্বকাপের প্রথম দিনে জোফরা আর্চারের বাউন্সারে চোট পাওয়া হাশিম আমলা শনিবারও দলের সঙ্গে অনুশীলন করেননি। তার পরিবর্তে দলে ঢুকতে পারেন ডেভিড মিলার। আর স্পিন আক্রমণ শক্তিশালী করতে চাইলে তাবরাইজ শামসিকে একাদশে টানতে পারে প্রোটিয়ারা। ফিটনেস ঘাটতি থাকায় গতি তারকা ডেল স্টেইন এ ম্যাচেও অনিশ্চিত।
দক্ষিণ আফ্রিকা:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক),আইডেন মার্করাম, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।
Comments