ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিন: ড. কামাল
আসন্ন ঈদুল ফিতরের আগেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে তিনি আজ বলেন, ঈদের আগেই আমি সকল রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি জানাচ্ছি যেন তারা তাদের আপনজনদের নিয়ে ঈদ উদযাপন করতে পারেন।
বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ ও খালেদা জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দের সব মামলা প্রত্যাহার করার জন্যও সরকারের প্রতি দাবি জানান গণফোরাম সভাপতি।
Comments