এমন জয়ের পরও উচ্ছ্বাসে ভাসছেন না মাশরাফিরা
আগে ব্যাট করে ৩৩০ রানের পাহাড়। তারপর সেই রান ডিফেন্ড করতে গিয়ে ঝাঁজালো বোলিং দিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু। নিঃসন্দেহে বিশ্বকাপকে একটা কাঁপুনি দিতে পেরেছে বাংলাদেশ। তবে অধিনায়ক মাশরাফি মর্তুজা হাঁটছেন ভিন্ন পথে। এরকম একটা জয়ের পরও নাকি কোন উত্তেজনা স্পর্শ করছে না তাকে। দলের বাকিদেরও স্বাভাবিক থাকার কথা জানালেন অধিনায়ক।
রোববার ওভালে আগে ব্যাট করে ৩৩০ রান করে বাংলাদেশ। ওই রান তাড়ায় ৩০৯ পর্যন্ত যেতে পেরেছে প্রোটিয়ারা। টানা দুই ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটেও চলে গেছে ফাফ ডু প্লেসির দল।
এমন একটা ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক এলেন হাসিমুখেই। তব সেই হাসিও যেন মাপা। আগের দিন বলেছিলেন প্রত্যাশার পারদ নামাতে চান নিচে। এবার মানুষের প্রত্যাশা আরও বাড়িয়ে দেওয়া জেতার পর উৎসব, উচ্ছ্বাসের মাত্রাও রাখলেন নিচে।
বাড়তি উচ্ছ্বাস থামিয়ে শুরুতেই বাংলাদেশ অধিনায়ক দিলেন স্থির থাকার আভাস। এতেই যে তৃপ্ত নন, মাশরাফি যেন দিলেন সেই বার্তাও, ‘এভাবে সব ম্যাচ হবে না। তবে সবাই ভালো খেলতে থাকলে ভাল কিছু হবে। আর একটা ব্যাপার আমাদের দলের সবার স্বাভাবিক থাকা খুব জরুরী। এখনো আটটা ম্যাচ বাকি। এত উত্তেজিত হওয়ার প্রয়োজন মনে করছি না। এখনো অনেক পথ বাকি। ’
‘এই একটা ম্যাচ জিতে টেবিলের কোথাও কিন্তু আমরা নাই। দুই পয়েন্ট দিয়ে আমরা কিছু করতে পারব না। নিয়মিতভাবে করতে পারি যেটা করছি সেটা করতে হবে।’
বিশ্বাকাপে আসার আগেই সেমিফাইনালে যাওয়া নিয়ে হাইপ উথেছে। এভাবে জেতার পর সেই উন্মাদনা বেড়েছে দ্বিগুণ। কিন্তু বাংলাদেশ অধিনায়ক অতদূরে তাকাতেই রাজী নন, ‘দেখেন আবারও বলব এত দূরে থাকানোর আমাদের প্রয়োজন নেই। আমরা একটা ম্যাচ হয়েছে, আজ আমরা ফোকাস ছিলাম। আমার মনে হয়ে এটা এখানেই চিন্তা করে বাদ দিয়ে দেওয়া উচিত। পরের ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের চিন্তা করতে হবে। কি পরিকল্পনা করছি সেটা প্রয়োগ করতে পারছি কিনা। আজকে জিতেছি হয়ত আত্মবিশ্বাস বেড়েছে। কিন্তু আরও বেশি চ্যালেঞ্জ আসবে। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ আরও বেশি আসছে সামনে।’
Comments