গতির ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে চায় ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের পেসারদের গতি সামাল দিতে পারেনি পাকিস্তান। বাউন্সারের তোড়ে ভেঙে পড়ে গিয়েছিল হুড়মুড় করে। দ্রুত গতির বাউন্সারে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাকাল হওয়াটা নজর এড়ায়নি ইংল্যান্ডের। সেই প্রেক্ষাপটে একাদশে আরও বেশি পেসার খেলানোর কথা ভাবছেন ইয়ন মরগানরা।
morgan
ছবি: রয়টার্স

ওয়েস্ট ইন্ডিজের পেসারদের গতি সামাল দিতে পারেনি পাকিস্তান। বাউন্সারের তোড়ে ভেঙে পড়ে গিয়েছিল হুড়মুড় করে। দ্রুত গতির বাউন্সারে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাকাল হওয়াটা নজর এড়ায়নি ইংল্যান্ডের। সেই প্রেক্ষাপটে একাদশে আরও বেশি পেসার খেলানোর কথা ভাবছেন ইয়ন মরগানরা।

বিশ্বকাপে সোমবারের (৩ জুন) একমাত্র ম্যাচে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। অন্যদিকে, উইন্ডিজের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা অব্যাহত রেখেছে সরফরাজ আহমেদের দল। নিজেদের সবশেষ টানা ১১ ম্যাচেই হেরেছে তারা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশে পাঁচ পেসার খেলানোর ইঙ্গিত দেন মরগান। সেক্ষেত্রে দলে ঢুকবেন মার্ক উড। বিবেচনায় আছেন টম কারানও। আর বাদ পড়বেন আদিল রশিদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা মাঠে নেমেছিল চার পেসার নিয়ে। খেলেছিলেন জোফরা আর্চার, বেন স্টোকস, ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট।

উডসহ ইংলিশ পেসারদের সবাই নিয়মিত ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন। আর্চার তো আরও এগিয়ে। ছুঁতে পারেন ১৫০ কিলোমিটারও! তবে উইকেট দেখেই সিদ্ধান্তটা আসবে বলে জানান মরগান, 'আমাদের বোলারদের খেলানোর জন্য এটা ভালো সুযোগ হতে পারে। তবে উইকেটের সঙ্গেও তো মানিয়ে নিতে হবে।'

ইংল্যান্ড এমন পরিকল্পনা করতে পারে তা অজানা নয় পাকিস্তানের। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি আগেই হার মানতে নারাজ। এ প্রসঙ্গে পেসার ওয়াহাব রিয়াজ বলেন, 'যদি আমাদেরকে তারা বাউন্সারে ঘায়েল করতে চায়, তা আমাদের জন্য কোনো সমস্যা না।'

ভেন্যু:

ট্রেন্ট ব্রিজের উইকেট রান-প্রসবা। এই মাঠেই দুইবার ওয়ানডের সর্বোচ্চ দলীয় স্কোরের বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছিল তারা। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ রান করেছিল ইংলিশরা।

পরিসংখ্যান:

মুখোমুখি মোট ম্যাচ: ৮৭টি। ইংল্যান্ড জয়ী: ৫৩টি, পাকিস্তান জয়ী: ৩১টি, পরিত্যক্ত: ৩টি।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৯টি। ইংল্যান্ড জয়ী: ৪টি, পাকিস্তান জয়ী: ৪টি, পরিত্যক্ত: ১টি।

সম্ভাব্য একাদশ:

পাকিস্তান:

ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি/মোহাম্মদ হাসনাইন।

ইংল্যান্ড:

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, টম কারান/মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago