শাহজালালে বিমানের ‘সতর্কতামূলক অবতরণ’

biman logo

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ালাইনসের একটি উড়োজাহাজ ‘সতর্কতামূলক অবতরণ’ করেছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল-ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, একটি পাখি আঘাত করেছে এমন ভাবনা থেকেই কক্সবাজারগামী ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের উড়োজাহাজটিকে অবতরণ করান এর পাইলট।

পরীক্ষা–নিরীক্ষা শেষে কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি ফের তার গন্তব্যের দিকে যাত্রা করে বলেও জানান এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
BNP demands national election by December 2025

BNP to sue election officials, CECs of last three polls

A three-member BNP team, led by its Standing Committee Member Salahuddin Ahmed, will file the complaint

1h ago