পাটুরিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়

আজ (৪ জুন) সকাল থেকেই পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়ছে। তবে ২০টি ফেরি চলমান থাকায় গাড়ি পারাপার করতে সমস্যা হচ্ছে না। কিন্তু, দফায় দফায় বৃষ্টি হওয়ায় এবং সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
Manikganj jam
৪ জুন ২০১৯, মানিকগঞ্জ জেলায় পাটুরিয়াঘাটে ঈদে ঘরমুখি মানুষের ভিড়। ছবি: স্টার

আজ (৪ জুন) সকাল থেকেই পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়ছে। তবে ২০টি ফেরি চলমান থাকায় গাড়ি পারাপার করতে সমস্যা হচ্ছে না। কিন্তু, দফায় দফায় বৃষ্টি হওয়ায় এবং সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

এদিকে বড় গাড়ির চাপ না থাকায় লঞ্চের যাত্রীরা ফেরিতে নদী পার হচ্ছেন।

এই মূহূর্তে দুইশতাধিক হালকা গাড়ি পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

তবে লঞ্চ পারাপারের যাত্রীরা যেসব বাসে চড়ে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে পাটুরিয়া ঘাটে আসছেন, সেসব গাড়িসহ ছোট গাড়ির চাপ রয়েছে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে। অতিরিক্ত গাড়ি থাকার কারণে মহাসড়কে গাড়িগুলিকে ধীর গতিতে চলতে হচ্ছে।

যানজট রোধে সবধরণের প্রস্তুতি রয়েছে জেলা পুলিশের। কোনো ধরণের যানজট হবে না বলে জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, যাত্রী হয়রানি বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে এসি লিংক নামের একটি যাত্রী পরিবহনকে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়ার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খাবারের দাম বেশি রাখার দায়ে দুটি ফেরির ক্যান্টিনের ইজারাদরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, নৌপথে ২০টি ফেরি এবং ৩৪টি লঞ্চ সচল থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না।

জাহাঙ্গীর শাহ, দ্য ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধি

Comments

The Daily Star  | English
metro rail operations restart after suspension

Metro rail to run on Fridays

The metro rail authority also expects that trains will stop at Kazipara station from Friday as it is being prepared to resume operations

52m ago