১ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নৌযান চলাচল শুরু

বৈরি আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরণের নৌযান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ রাখার পর আবার তা চালু করা হয়েছে।
Shimuliaghat
মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে যাত্রীদের ভিড়। ছবি: স্টার

বৈরি আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরণের নৌযান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ রাখার পর আবার তা চালু করা হয়েছে।

দূর্ঘটনা এড়াতে আজ (৪ জুন) সকাল পৌনে ১০টায় ফেরি, লঞ্চ, স্পিডবোড বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শিমুলিয়ায় হঠাৎ ঝড়ো হাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিলো দেশের গুরুত্বপূর্ণ এ নৌরুট।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আমিনুল ইসলাম জানান, পদ্মায় তীব্র স্রোত, ঝড়ো হাওয়ায় ও বৃষ্টিতে এই রুটের সব নৌযান বন্ধ করে দেওয়া হয়েছিলো। আবহাওয়া ভালো হওয়ায় আবার নৌযান চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও প্রায় ৫শ স্পিডবোট দিয়ে এই রুটে ঘরে ফেরা মানুষদের নির্বিঘ্নে পার করা হচ্ছে। ঢাকা-মাওয়া মহাসড়কে বা ঘাটে এখনও কোনো যানজট বা দুর্ভোগ হয়নি।

তবে ১ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকার পর যাত্রী বা যানবাহনের চাপ বেড়েছে।

Comments

The Daily Star  | English

Post-August 5 politics: BNP, Jamaat drifting apart

The taunts and barbs leave little room for doubt that the 33-year-old ties have soured. Since the fall of Sheikh Hasina’s government on August 5, BNP and Jamaat-e-Islami leaders have differed in private and in public on various issues, including reforms and election timeframe.

9h ago