টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
দুদলের কেউই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারেনি। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তান তা-ও যা লড়াই করেছে, শ্রীলঙ্কা তো একেবারে উড়ে গেছে নিউজিল্যান্ডের কাছে। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া সাবেক চ্যাম্পিয়নরা হেরেছে ১০ উইকেটে। এবার ঘুরে দাঁড়ানোর পালা দুদলের সামনে। আসরের প্রথম জয় হাতছানি দিচ্ছে তাদের। এরই মধ্যে হয়ে গেছে টস। তাতে জিতেছেন আফগানিস্তানের দলনেতা গুলবাদিন নাইব। তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অর্থাৎ শুরুতে ব্যাটিং করবে শ্রীলঙ্কা।
ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচ শুরু মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
বিশ্বকাপে এর আগে একবারই পরস্পরকে মোকাবেলা করেছিল দুদল। ২০১৫ আসরের ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য। ৫১ রানে ৪ উইকেট হারানোর পরও আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল লঙ্কানরা।
অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে আফগানিস্তান। শ্রীলঙ্কা তাদের দলে এনেছে একটি বদল। জীবন মেন্ডিসকে বাদ দিয়ে নুয়ান প্রদীপকে একাদশে টেনেছে তারা।
শ্রীলঙ্কা একাদশ:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল ও লাসিথ মালিঙ্গা।
আফগানিস্তান একাদশ:
মোহাম্মদ শাহজাদ, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান ও দৌলত জাদরান।
Comments