জরিমানা করা হলো রয়-আর্চার ও সরফরাজকে
পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে হেরে যাওয়া ম্যাচে আচরণগত ত্রুটি থাকায় শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ও পেসার জোফরা আর্চার। অন্যদিকে, মন্থর ওভার রেটের কারণে শাস্তির খড়গ পড়েছে অধিনায়ক সরফরাজ আহমেদসহ পাকিস্তান দলের সবার ওপরে।
শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি রয় ও আর্চারের নামের পাশে যুক্ত হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট। তবে পাকিস্তানের ক্রিকেটাররা জরিমানাতেই পার পাচ্ছেন।
রয়, আর্চার ও সরফরাজ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হয়নি।
সোমবার (৩ জুন) অনুষ্ঠিত হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান। তাদের ইনিংসের ১৪তম ওভার চলাকালে একটি মিস ফিল্ডিংয়ের পর অশ্লীল শব্দ উচ্চারণ করেন রয়, যা আম্পায়াররা স্পষ্টভাবে শুনতে পান। এরপর ২৮তম ওভারে আর্চারের একটি বাউন্সারে আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দিলে অসন্তোষ জানান তিনি। দুজনকেই ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে দুর্দান্ত জয় পেলেও নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি পাকিস্তান। একটি ওভার বেঁধে দেওয়া সময়ের পরে করেছে। তাই অধিনায়ক সরফরাজকে ম্যাচ ফি'র ২০ শতাংশ ও দলের বাকিদের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
Comments