সড়ক দুর্ঘটনা: ২ জেলায় নিহত ৭
ফরিদপুর এবং লালমনিরহাট জেলায় আজ (৫ জুন) সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২৭ জন।
আমাদের ফরিদপুর সংবাদদাতা জানান, সকাল পৌনে ৭টায় সদর উপজেলার ধুলদি রেলগেটে ঢাকা-খুলনা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২৩ জন।
স্থানীয়দের বরাত দিয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম বলেন, “আরকে ট্রাভেলসের চুয়াডাঙ্গাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধুলদি রেলগেটে রাস্তার পাশে গাছে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।”
“এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং ছয়জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান,” যোগ করেন এসআই।
পুলিশ বাসটিকে জব্দ করেছে বলেও জানান তিনি।
লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সকাল ৮টার দিকে একটি পিকআপভ্যান রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়াও, গাড়িরচালকসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিকআপভ্যানটি বগুড়া থেকে কুড়িগ্রাম যাচ্ছিলো বলেও জানান তিনি।
Comments