ভারতের বিপক্ষে অতীত রেকর্ড ভরসা দিচ্ছে দ. আফ্রিকাকে

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে এর আগে দক্ষিণ আফ্রিকা টানা হেরেছিল একবারই। ১৯৯২ আসরে। সেবারই তারা প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিল বিশ্বকাপে। পরের ছয় আসরে এমন তিক্ত অভিজ্ঞতার স্বাদ প্রোটিয়াদের আর নিতে হয়নি। কিন্তু ২৭ বছর বাদে দলটি ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করেছে টানা দুই হার দিয়ে। বুধবার (৫ জুন) দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের। এরই মধ্যে ব্যাকফুটে চলে যাওয়া প্রোটিয়াদের আর পা হড়কানোর সুযোগ নেই।
kohli and du plessis
ফাইল ছবি

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে এর আগে দক্ষিণ আফ্রিকা টানা হেরেছিল একবারই। ১৯৯২ আসরে। সেবারই তারা প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিল বিশ্বকাপে। পরের ছয় আসরে এমন তিক্ত অভিজ্ঞতার স্বাদ প্রোটিয়াদের আর নিতে হয়নি। কিন্তু ২৭ বছর বাদে দলটি ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করেছে টানা দুই হার দিয়ে। বুধবার (৫ জুন) দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের। এরই মধ্যে ব্যাকফুটে চলে যাওয়া প্রোটিয়াদের আর পা হড়কানোর সুযোগ নেই।

সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে দুদলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা থেকে। মজার ব্যাপার হলো, এটি দক্ষিণ আফ্রিকার এবারের আসরের তৃতীয় ম্যাচ হলেও ভারতের জন্যে প্রথম। হারের বৃত্তে পড়ে গিয়ে ভীষণ চাপে থাকা একটি দলের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়াটা বিরাট কোহলিদের জন্য বেশ সুবিধারই। তবে ফাফ দু প্লেসিদের ভরসা দিচ্ছে ভারতের বিপক্ষে তাদের পুরনো রেকর্ড।

পরিসংখ্যানের আলোকে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ নানা তথ্য তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্য।

মুখোমুখি:

১. ওয়ানডেতে এখন পর্যন্ত ৮০ ম্যাচে মুখোমুখি হয়ছে দুদল। দক্ষিণ আফ্রিকার ৪৬ জয়ের বিপরীতে ভারতের জয় ৩৪টিতে।

২. প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপে আগের চারবারের দেখায় ভারত জিততে পেরেছে মোটে একটি ম্যাচ। হেরেছে বাকিগুলো।

৩. ইংল্যান্ডের মাটিতে ১৯৯৯ আসরে পরস্পরকে মোকাবেলা করেছিল দুদল। ওই ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

৪. উপরের সব ক্ষেত্রে প্রোটিয়ারা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। দুদলের সবশেষ সাত দেখায় ছয়বার বিজয়ী ভারত।

ভারত:

১. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মার ব্যাটিং গড় মাত্র ২৮। দুবারের বেশি মুখোমুখি হয়েছেন এমন দলগুলোর মধ্যে প্রোটিয়াদের সঙ্গে গড়ই সর্বনিম্ন।

২. লেগ স্পিনার কুলদীপ যাদবের বোলিং গড় দারুণ, ২১.৭। ওয়ানডেতে ভারতের জার্সিতে কমপক্ষে ২০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে যা সেরা।

দক্ষিণ আফ্রিকা:

১. রাসি ভ্যান ডার ডুসেনের ওয়ানডে ব্যাটিং গড় ৭৪। পাঁচ ইনিংসের বেশি ব্যাটিং করেছেন এমন খেলোয়াড়দের বিবেচনায় নিলে ক্রিকেটের এই ফরম্যাটের ইতিহাসে এটিই সর্বকালের সর্বোচ্চ গড়।

২. আর মাত্র ৭৭ রান করলেই চতুর্থ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে ৮ হাজার ওয়ানডে রানের মালিক হবেন হাশিম আমলা। তার পূর্বসূরিরা হলেন- জ্যাক ক্যালিস, হার্শেল গিবস ও এবি ডি ভিলিয়ার্স।

Comments

The Daily Star  | English

Deeper crisis feared as 219 factories shut

With 219 garment factories shut amid worker unrest along the industrial belts yesterday, Bangladesh’s apparel sector is feared to get into a deeper crisis if production does not resume on Saturday after the weekend.  

52m ago