ঢাকায় জলজট, বিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা
ঈদের ছুটিতে রাজধানীর রাস্তাগুলো ফাঁকা থাকলেও আজ (৫ জুন) সকাল থেকে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলজট।
আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানান, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, পল্টন, গুলিস্তান, চানখারপুলসহ ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে গিয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৩৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
“এখনো আকাশ মেঘলা থাকায় বৃষ্টিপাত বিকাল পর্যন্ত হতে পারে,” বলেও জানান তিনি।
Comments