নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবই হবেন ‘তুরুপের তাস’?

বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই শোরগোল ফেলে দেওয়া বাংলাদেশ এবার মোকাবেলা করতে যাচ্ছে নিউজিল্যান্ডকে। ধারাবাহিকতা বজায় রেখে কিউইদের বিপক্ষেও সাকিব আল হাসানই ‘তুরুপের তাস’ হবেন, এটা নিশ্চিত করে বলা যায় না। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং মিলিয়ে একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ার জন্যই কেবল নয়, বিশ্বসেরা অলরাউন্ডারের ওয়ানডে ক্যারিয়ার নাড়াচাড়া করে দেখলেই প্রমাণ মেলে- নিউজিল্যান্ড তার অন্যতম প্রিয় প্রতিপক্ষ।
shakib
ছবি: রয়টার্স

বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই শোরগোল ফেলে দেওয়া বাংলাদেশ এবার মোকাবেলা করতে যাচ্ছে নিউজিল্যান্ডকে। ধারাবাহিকতা বজায় রেখে কিউইদের বিপক্ষেও সাকিব আল হাসানই ‘তুরুপের তাস’ হবেন, এটা নিশ্চিত করে বলা যায় না। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং মিলিয়ে একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ার জন্যই কেবল নয়, বিশ্বসেরা অলরাউন্ডারের ওয়ানডে ক্যারিয়ার নাড়াচাড়া করে দেখলেই প্রমাণ মেলে- নিউজিল্যান্ড তার অন্যতম প্রিয় প্রতিপক্ষ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবশেষ জয়ের কথাই ধরা যাক। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। লক্ষ্য তাড়ায় ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল-আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল, তখনই নিজেকে উজাড় করে দিয়েছিলেন সাকিব। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে গড়েছিলেন রেকর্ড ২২৪ রানের জুটি। সেঞ্চুরি হাঁকিয়ে খেলেছিলেন ১১৫ বলে ১১৪ রানের ইনিংস। হয়েছিলেন ম্যাচসেরা। বাংলাদেশ প্রথমবারের মতো পেয়েছিল আইসিসি আয়োজিত কোনো আসরের সেমিফাইনালের টিকিট।

সময়ের চাকা ঘুরে আরও পেছনে হাঁটা। তবে ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো সিরিজ হারানোর স্মৃতি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে এখনও উজ্জ্বল। ৪-০ ব্যবধানে ওই সিরিজ সাকিবকে সাফল্য দিয়েছিল দুহাত ভরে। ২৩ বছরের যুবাটি হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। ব্যাট হাতে ৭১ গড়ে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিসহ করেছিলেন ২১৩ রান। বল হাতে ১৫.৯১ গড়ে নিয়েছিলেন ১১ উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবমিলিয়ে এখন পর্যন্ত ২১ ইনিংসে ব্যাট হাতে নেমে ৩০.২৬ গড়ে ৫৭৫ রান করেছেন ৩২ বছর বয়সী সাকিব। জিম্বাবুয়ে বাদে একমাত্র কিউইদের সঙ্গেই একের অধিক (২টি) ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি সাকিব। বোলিং রেকর্ড আরও ঈর্ষনীয়। ২৫.৭৪ গড়ে নিয়েছেন ৩৫ উইকেট। চার উইকেট পেয়েছেন তিনবার। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের বিপক্ষেই এর চেয়ে কম গড়ে উইকেট শিকার করেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ রেকর্ড মোটেও আশাপ্রদ নয়। বিশ্বমঞ্চে চার ম্যাচের সবকটিতে হার। শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপেও শুভ সূচনা করেছে তারা। বাংলাদেশও কম কীসে! প্রোটিয়া বধের পর চনমনে টাইগার শিবির। ওই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাকিব নিজের ২০০তম ওয়ানডে খেলার মাইলফলকের সামনে দাঁড়িয়ে। তা-ও আবার পছন্দের প্রতিপক্ষের বিপক্ষে। উপলক্ষটা রাঙাতে পারেবন তো সাকিব? বুধবার (৫ জুন) ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

Comments

The Daily Star  | English

Post-August 5 politics: BNP, Jamaat drifting apart

The taunts and barbs leave little room for doubt that the 33-year-old ties have soured. Since the fall of Sheikh Hasina’s government on August 5, BNP and Jamaat-e-Islami leaders have differed in private and in public on various issues, including reforms and election timeframe.

11h ago