‘বাংলাদেশ-ভারত অংশীদারিত্বকে’ বঙ্গবন্ধুর নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে চান জয়শংকর

Subrahmanyam Jaishankar
ভারতের নব-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শংকর

ভারতের নব-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শংকর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে গত ৪ জুন লেখা এক চিঠিতে বলেছেন, তিনি ‘বাংলাদেশ-ভারত অংশীদারিত্বকে’ বঙ্গবন্ধুর নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে চান।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (৭ জুন) বলা হয়, চিঠিতে জয়শংকর বলেন- “বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-ভারত অংশীদারিত্বের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দেশের অংশীদারিত্বকে সে পর্যায়ে নিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।”

চিঠিতে জয়শংকর বলেন, “নিকটতম প্রতিবেশী বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্ক গভীর সম্পর্কে রূপ নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।”

তার মতে, সম্প্রতি জনগণের ব্যাপক ম্যানডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠন এবং ভারতে বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জনগণের ব্যাপক ম্যানডেট নিয়ে সরকার গঠন করেছে।

এতে দুই দেশের সুদৃঢ় অংশীদারিত্বের প্রতি উভয় দেশের জনগণের ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও চিঠিতে মন্তব্য করা হয়।

চিঠিতে ভারতের নব-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরের আশাবাদও ব্যক্ত করেন।

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF projects 5.4% growth for Bangladesh economy in FY26

The latest forecast is close to the government’s projection of 5.5 percent growth for FY26.

30m ago