রামোসের বিশ্ব রেকর্ডের ম্যাচে জিতল স্পেন
স্বদেশী ইকার ক্যাসিয়াসকে পেছনে ফেলে এককভাবে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতার কীর্তি গড়েছেন স্পেনের সার্জিও রামোস। তার বিশ্ব রেকর্ডের ম্যাচে দুর্বল ফারো আইল্যান্ডকে হারিয়ে ইউরো ২০২০ এর বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লা রোহারা।
শুক্রবার রাতে (৮ জুন) প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে স্প্যানিশরা। এর আগে ঘরের মাঠে নরওয়েকে হারিয়ে বাছাইপর্ব শুরু করার পর মাল্টার বিপক্ষে জিতেছিল দলটি।
আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৬৪তম ম্যাচে ১২২তম জয় পেয়ে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন রামোস। এতদিন সাবেক অধিনায়ক ও গোলরক্ষক ক্যাসিয়াসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার। 'সেইন্ট ইকার' খ্যাত ক্যসিয়াস ১২১টি জয় পেয়েছিলেন ১৬৭ ম্যাচে।
এদিন ম্যাচের পঞ্চম মিনিটে ইস্কোর ক্রসে ডি-বক্সের ভেতর থেকে হেড করে স্পেনকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদ তারকা রামোস। ১৯তম মিনিটে ব্যবধান বাড়ান জেসুস নাভাস। ইয়াগো আসপাসের পাস পেয়ে ডি-বক্সের ডানদিক থেকে ডান পায়ের নিচু শটে জাল কাঁপান তিনি।
৩৪তম মিনিটে একটি গোল শোধ করেন ফারো আইল্যান্ডের ক্লামিন্ত ওলসেন। তাদের আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই ফারোর গোলরক্ষক তেইতুর গেস্তসনের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ২০১০ বিশ্বকাপের শিরোপা জয়ীরা।
বিরতির পর ম্যাচের ৭১তম মিনিটে মার্কো আসেনসিওর রক্ষণচেরা পাসে লক্ষ্যভেদ করে স্পেনের বড় জয় নিশ্চিত করেন হোসে গায়া। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।
Comments