স্রোতের বিপরীতে ঝলমলে সাকিব

দলের পরিস্থিতি আর প্রেক্ষাপটে উদযাপনটা সেভাবে করতে পারলেন না সাকিব আল হাসান। অথচ চোখ ধাঁধানো ব্যাট করে ৯৫ বলেই পৌঁছেছেন তিন অঙ্কে। শুরু থেকেই দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জে ধারেকাছে যাওয়ার পরিস্থিতি এখনো তৈরি না হলেও ব্যক্তিগত দারুণ এক অর্জন হয়েছে সাকিবের।
Shakib Al Hasan
ছবি: এএফপি

দলের পরিস্থিতি আর প্রেক্ষাপটে উদযাপনটা সেভাবে করতে পারলেন না সাকিব আল হাসান। অথচ চোখ ধাঁধানো ব্যাট করে ৯৫ বলেই পৌঁছেছেন তিন অঙ্কে। শুরু থেকেই দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জে ধারেকাছে যাওয়ার পরিস্থিতি এখনো তৈরি না হলেও ব্যক্তিগত দারুণ এক অর্জন হয়েছে সাকিবের।

মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ আসরে সেঞ্চুরি করলেন সাকিব। এই বিশ্বকাপে এই নিয়া টানা তিন ইনিংসেই ফিফটির বেশি রান পেলেন ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার।

চতুর্থ ওভারে ৮ রানে সৌম্য সরকার আউট হওয়ার পর তামিম ইকবালের সঙ্গে জুটি বাধেন সাকিব। দ্বিতীয় উইকেটে আসে ৫৫ রানের জুটি। ১৯ রান করে তামিম ফেরার পর ফের মুশফিকুর রহিমের সঙ্গে জমে উঠে সাকিবের। দুজন মিলে আরেকটি শতরানের জুটিতে মিটিমিটি আশা জাগাচ্ছিলেন।

৫০ বলে ৪৪ করে মুশফিক ফেরার পর পরই মোহাম্মদ মিঠুন আউট হয়ে গেলে মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ। চ্যালেঞ্জ বেড়ে যায় দ্বিগুণ। ওই পরিস্থিতিতে ৯ চার আর ১ ছক্কায় সেঞ্চুরিতে পৌঁছে বাড়তি আনন্দ করার উপলক্ষ কোথায় সাকিবের!

ওয়ানডেতে এটি সাকিবের অষ্টম সেঞ্চুরি।  ২০১৭ সালে ঠিক আগের সেঞ্চুরিও করেছিলেন কার্ডিফের সোফিয়া গার্ডেনের এই মাঠে। সেদিন ছিল ৯ জুন। এবার ঠিক দুই বছর পর পেলেন আরেক সেঞ্চুরি। অবশ্য চোট সমস্যার কারণে মাঝের সময়টায় অনেক ম্যাচ খেলতে পারেননি তিনি।

শনিবার টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ৩৮৬ রান করে ফেলে ইংল্যান্ড। ৩৮৭ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়ায় সাকিবের ব্যাটেই কিছুটা লড়াই চালাচ্ছে বাংলাদেশ।

Comments