উয়েফা ২০২০ বাছাইপর্ব

জার্মানি-ইতালির উল্লাস, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের হোঁচট

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজ নিজ মাচে জিতেছে দুই পরাশক্তি জার্মানি ও ইতালি। তবে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
france and mbappe
ছবি: রয়টার্স

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের নিজ নিজ ম্যাচে জিতেছে দুই পরাশক্তি জার্মানি ও ইতালি। তবে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

শনিবার রাতে (৯ জুন) বেলারুশের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে জার্মানরা। গ্রিসের মাঠে আতিথ্য নিয়ে ইতালিয়ানরা পেয়েছে ৩-০ গোলের বড় জয়। তবে ইউরোর গেল আসরের রানার্সআপ ফরাসিরা পেরে ওঠেনি তুরস্কের সঙ্গে। ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে দলটি।

বেলারুশ ০-২ জার্মানি:

বরিসোভ অ্যারেনায় দুই অর্ধে দুটি গোল আদায় করে নেয় জার্মানি। ম্যাচের ১২তম মিনিটে জশুয়া কিমিচের পাস থেকে ডি-বক্সের ভেতরে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান লেরয় সানে। ৬২তম মিনিটে ব্যবধান বাড়ায় ডাই ম্যানশ্যাফটরা। লক্ষ্যভেদ করেন মার্কো রয়িস। গোলের জোগানদাতা মাথাইস গিন্টার।

'সি' গ্রুপে এটি জার্মানদের টানা দ্বিতীয় জয়। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নর্দার্ন আয়ারল্যান্ড। নেদারল্যান্ডস রয়েছে তৃতীয় স্থানে। ২ ম্যাচ থেকে তাদের প্রাপ্তি ৩ পয়েন্ট।

গ্রিস ০-৩ ইতালি:

২০১৮ বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি ইউরোতে ওঠার দৌড়টা শুরু করেছে দারুণভাবে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে 'জে' গ্রুপের সবার উপরে রয়েছে তারা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পরের স্থানে ফিনল্যান্ড।

এথেন্স অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিটের এক ঝড়ে গ্রিকদের লণ্ডভণ্ড করে দেয় আজ্জুরিরা। ২৩তম মিনিটে অচলাবস্থা ভাঙেন মিডফিল্ডার নিকোলো বারেয়া। সাত মিনিট পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে। এরপর ৩৩তম মিনিটে ম্যাচের স্কোরলাইন ৩-০ করেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।

তুরস্ক ২-০ ফ্রান্স:

টানা দুই জয়ের পর বাছাইপর্বে প্রথম হারের স্বাদ পেয়েছে ফ্রান্স। কোনিয়াতে প্রথমার্ধের দুই গোলে ফরাসিদের স্তব্ধ করে দেয় তুর্কিরা। ৩০তম মিনিটে কান আইহান জোরালো হেডে অতিথি গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করেন। এর মিনিট দশেকের মধ্যে ফের উল্লাসে মাতে তুরস্ক। গোলের দেখা পান চেঙ্গিজ উন্দার।

এই হারে 'এইচ' গ্রপের শীর্ষস্থানও হারিয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। সমান ম্যাচে টানা জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে তুরস্ক। ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে তিনে আইসল্যান্ড।

রাতের অন্য ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। রাশিয়া ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে দুর্বল স্যান ম্যারিনোকে। তার আগে ওয়েলসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago