২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান

ব্যাটিংয়ে শীর্ষে সাকিব, বোলিংয়ে সেরা সাইফউদ্দিন

shakib and saifuddin
ফাইল ছবি

২০১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসরে শুভ সূচনার পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টানা হেরেছেন মাশরাফি বিন মর্তুজারা। এই তিন ম্যাচের পরিসংখ্যান বলছে, টাইগারদের পক্ষে সেরা ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন সাকিব আল হাসান। আর মাশরাফি-মোস্তাফিজদের টপকে চমক দেখিয়ে সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় আট নম্বরে বাংলাদেশ। ইংলিশদের কাছে বড় হারে নেট রান রেটে বেশ পিছিয়ে গেছে তারা (-০.৭১৪)। তবে আসরের পরবর্তী অংশে দলগুলোর মধ্যে ব্যবধান গড়ে দিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই রান রেট।

সেরা পাঁচ ব্যাটসম্যান:

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সাকিব যে ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন, তার আঁচড় পড়েছে বিশ্বকাপর মঞ্চেও। তিন ম্যাচে দুই হাফসেঞ্চুরির সঙ্গে এক সেঞ্চুরি। ২৬০ রান নিয়ে বাংলাদেশের তো বটেই, এবারের আসরের শীর্ষ রান সংগ্রাহক এখন বাঁহাতি তারকা।

তবে হতাশ করেছেন তামিম ইকবাল। বিশ্বকাপে ভালো না খেলার পুরনো রোগই ফের যেন তাকে আক্রমণ করেছে। তিন ম্যাচে ১৯.৬৬ গড়ে মাত্র ৫৯ রান করেছেন ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক এই ওপেনিং ব্যাটসম্যান।

নাম

ম্যাচ

ইনিংস

রান

গড়

স্ট্রাইক রেট

সর্বোচ্চ

৫০

১০০

সাকিব আল হাসান

২৬০

৮৬.৬৬

৯৫.৯৪

১২১

মুশফিকুর রহিম

১৪১

৪৭.০০

৮৫.৪৫

৭৮

মাহমুদউল্লাহ রিয়াদ

৯৪

৪৭.০০

৮১.৭৩

৪৬*

সৌম্য সরকার

৬৯

২৩.০০

১০৯.৫২

৪২

মোসাদ্দেক হোসেন সৈকত

৬৩

২১.০০

১০৮.৬২

২৬

সেরা পাঁচ বোলার:

কিছুটা খরুচে হলেও উইকেট তুলে নেওয়ার কাজটা একেবারে মন্দ করছেন না পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। তিন ম্যাচে ৬ উইকেট পেয়েছেন তিনি। প্রতি ম্যাচেই ২টি করে শিকার নিজের ঝুলিতে পুরেছেন।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখনও সুবিচার করতে পারেননি নিজের নামের প্রতি। তিন ম্যাচে ১৪৯ গড়ে মাত্র ১ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ৭ এর বেশি। মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে ঝলক দেখালেও সেটা উবে যেতে সময় লাগেনি।

নাম

ম্যাচ

উইকেট

গড়

ইকোনমি

সেরা বোলিং

স্ট্রাইক রেট

৪ উইকেট

৫ উইকেট

মোহাম্মদ সাইফউদ্দিন

২৯.৩৩

৭.৩৩

২/৪১

২৪.০০

মেহেদী হাসান মিরাজ

৩১.৬০

৫.২৬

২/৪৭

৩৬.০০

মোস্তাফিজুর রহমান

৪৭.৫০

৭.২৬

৩/৬৭

৩৯.২

সাকিব আল হাসান

৫৬.০০

৫.৬০

২/৪৭

৬০.০০

মোসাদ্দেক হোসেন সৈকত

৪৭.৫০

৫.৯৩

২/৩৩

৪৮.০০

Comments

The Daily Star  | English

Trump started this war, we will end it, says Iranian military

Iran vowed to defend itself a day after the US dropped 30,000-pound bunker-buster bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago