নেদারল্যান্ডসকে হারিয়ে নেশন্স লিগের প্রথম চ্যাম্পিয়ন পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরের শিরোপা জিতে ইতিহাস গড়েছে পর্তুগাল। এ নিয়ে গেল তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
রবিবার রাতে (১০ জুন) ঘরের মাঠে ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় পর্তুগিজরা। পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওতে জয়সূচক গোলটি আসে তরুণ উইঙ্গার গনসালো গুয়েদেসের পা থেকে।
এর আগে ২০১৬ সালে ফ্রান্সকে তাদের মাটিতেই হারিয়ে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল পর্তুগাল। সেটা ছিল তাদের ফুটবল ইতিহাসের প্রথম শিরোপা।
ম্যাচের ৬০তম মিনিটে ২২ বছর বয়সী গুয়েদেস উল্লাসে মাতান স্বাগতিক সমর্থকদের। ম্যানচেস্টার সিটির উইঙ্গার বার্নার্দো সিলভার কাট-ব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শটে ডাচদের জাল কাঁপান তিনি। শট রুখে দেওয়ার সেরা চেষ্টাটাই করেছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক জ্যাসপার সিলেসেন। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বলে হাতও ছুঁয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
একই রাতের আগের ম্যাচে নেশন্স লিগে তৃতীয় স্থান পেতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। শ্যুটআউটে জয়ের নায়ক বলে যান ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার নৈপুণ্যে ৬-৫ ব্যবধানে জিতে তৃতীয় হয় ইংল্যান্ড।
উল্লেখ্য, শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা পাওয়ার পথে সেমিফাইনালে রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল ৩-১ গোলে হারিয়েছিল সুইসদের। আরেক সেমিতে একই ব্যবধানে ইংলিশদের বিপক্ষে জিতেছিল নেদারল্যান্ডস।
Comments