হন্ডুরাসকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল

brazil football team
ছবি: রয়টার্স

প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পাশাপাশি জয়টাও নিশ্চিত করে ফেলে ব্রাজিল। তাতে অবশ্য গোলক্ষুধা কমেনি সেলেকাওদের। দ্বিতীয়ার্ধে হন্ডুরাসের জালে আরও চারবার বল জড়িয়ে বিশাল জয় পেয়েছে তিতের শিষ্যরা।

রবিবার রাতে (১০ জুন) ঘরের মাঠে পোর্তো অ্যালেগ্রেতে প্রীতি ম্যাচে উত্তর আমেরিকার দেশটিকে গোলবন্যায় ভাসিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া গোলের দেখা পান থিয়াগো সিলভা, ফিলিপে কৌতিনহো, ডেভিড নেরেস, রবার্তো ফিরমিনো ও রিশার্লিসন।

এর আগের প্রীতি ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেদিনও গোল পেয়েছিলেন জেসুস ও এভারটনের ফরোয়ার্ড রিশার্লিসন। আর এদিন হন্ডুরাসের বিপক্ষে দেশের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন আয়াক্স আমস্টারডামের উইঙ্গার নেরেস।

ম্যাচের ২৮তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থারকে ফাউল করে লাল কার্ড দেখেন হন্ডুরাসের রোমেল কিয়োতো। ফাউলের শিকার হওয়ার পর বার্সেলোনা মিডফিল্ডার আর্থার আর খেলা চালিয়ে যেতে পারেননি। তার পরিবর্তে মাঠে নামেন অ্যালান।

আগামী শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আয়োজক ব্রাজিল। 'এ' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও ভেনেজুয়েলা।

Comments

The Daily Star  | English
NBR Protests

NBR officials again announce pen-down strike

This time, they will observe the strike for three hours beginning at 9 am on June 23

2h ago