টয়লেট ভেবে উড়োজাহাজের ইমারজেন্সি দরজা খুললেন যাত্রী
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে করাচি অভিমুখী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইটে টয়লেটের দরজা ভেবে উড়োজাহাজের ইমারজেন্সি দরজা খুলে ফেলায় বিপত্তি তৈরি করেছেন এক যাত্রী।
পিআইএ শনিবার জানায়, ভুল করে ওই কাণ্ড ঘটিয়ে বসেছিলেন যাত্রীদের একজন। উড়োজাহাজটি তখন রানওয়েতে থাকায় কেউ হতাহত হননি। তবে ঘটনার পর সব যাত্রীকে নামিয়ে আনা হয়। সবকিছু ঠিকঠাক করে সাত ঘণ্টা বিলম্বে করাচির উদ্দেশে রওনা দেয় ওই ফ্লাইট।
পিআইএ’র মুখপাত্র বলেন, ইমারজেন্সি দরজা খুলে যাওয়ায় যাত্রীদের নামার স্লাইডটিও বিমান থেকে নেমে যায়। নিয়ম অনুযায়ী প্রায় ৪০ জন যাত্রীর সবাইকেই তাদের লাগেজসহ বিমান থেকে নামিয়ে আনা হয়।
পিআইএ বলেছে, নিশ্চিত হওয়ার জন্য পুরো ঘটনাটি তারা তদন্ত করে দেখছে।
Comments