প্রদীপকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা

nuwan pradeep
নুয়ান প্রদীপ (বামে)। ছবি: রয়টার্স

অল্প পুঁজি নিয়েও আফগানিস্তানকে হারিয়ে জয়ে ফেরার ম্যাচে শ্রীলঙ্কার সেরা খেলোয়াড় ছিলেন ডানহাতি পেসার নুয়ান প্রদীপ। কিন্তু সেই জয়ের নায়ককেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাচ্ছে না লঙ্কানরা।

রবিবার (৯ জুন) অনুশীলনে বোলিং করার সময় ডান হাতে চোট পান প্রদীপ। তার কনিষ্ঠার হাড় সরে গেছে এবং কেটেও গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে জানানো হয়েছে, 'প্রদীপের সেরে উঠতে এক সপ্তাহ সময় লাগবে।'

নেটে কুশল পেরেরার বিপক্ষে বল করছিলেন প্রদীপ। পেরেরার একটি শটে বল সরাসরি প্রদীপের মুখ বরাবর আসতে থাকে। সেসময় আত্মরক্ষার খাতিরে হাত উঁচু করে মুখ আড়াল করার চেষ্টা করেন তিনি। তখনই আঘাতটা পান ৩২ বছর বয়সী পেসার।

আফগানিস্তানের বিপক্ষে একাদশে ফিরেই ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন প্রদীপ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৩৪ রানে জিতেছিল লঙ্কানরা।

আগামীকাল (১১ জুন) ব্রিস্টলে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার পাঁচে শ্রীলঙ্কা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আটে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

58m ago