বৃষ্টি বাগড়ায় প্রথম পয়েন্ট পেল দ. আফ্রিকা
সাউদাম্পটনে এদিন মাঠকর্মীদের সঙ্গে বেশ মজা খেলাই খেলেছে বৃষ্টি। একবার বৃষ্টি থামলে মাঠ পরিচর্যা করে কভার তুলতে যান তারা। তো এর পরক্ষনেই আবার নামে বৃষ্টি। বেশ কয়েকবারই এমন হয়। মাঝে সূর্যও উঁকি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দফায় দফায় বৃষ্টি নামায় ম্যাচ আয়োজন আর সম্ভব হয়নি। পণ্ড হয়েছে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি। আর এ কারণে এবারের বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
এর আগে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে টানা হার দেখেছে দক্ষিণ আফ্রিকা। রীতিমতো খাঁদের কিনারায় দলটি। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট তালিকায় নয়ে অবস্থান করছে তারা। শেষ চারে যেতে হলে পরের প্রায় সব ম্যাচেই জিততে হবে তাদের। সঙ্গে অন্য দল গুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। যে সমীকরণ বেশ কঠিন। তাই উইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বাঁচা মরার লড়াই ছিল তাদের জন্য।
অন্যদিকে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সূচনার পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে উইন্ডিজ। তাই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্যও। তবে এক পয়েন্ট পেয়ে লড়াইয়ে ভালো মতোই থাকলো তারা। যদিও ম্যাচের পরিস্থিতিতে হতাশ হওয়ার কথাই তাদের। বৃষ্টির আগে ৭.৩ ওভার খেলে প্রোটিয়াদের ২টি উইকেট তুলে নিয়েছিল দলটি। দক্ষিণ আফ্রিকা তখন রান সংগ্রহ করতে পেরেছিল ২৯টি। তবে প্রোটিয়াদের আশা টিকিয়ে রেখে উইকেটে সাবলীল ব্যাট করছিলেন কুইন্টন ডি কক। ২১ বলে ১৭ রানে ব্যাট করছেন তিনি। তার সঙ্গে ছিলেন অধিনায়ক ফাফ দু প্লেসি। যদিও রানের খাতা খোলা হয়নি তার।
সাউদাম্পটনে এদিন টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। দলীয় ১১ রানের প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেল্ডন কটরেলের বলে গেইলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর তিন নম্বরে নামা এইডেন মার্করামও শিকার হন কটরেলের। ফলে শুরুতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলো। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যেকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। রাউন্ড রবিন লিগ পর্বে কোন রিজার্ভ ডে না থাকায় বৃষ্টির কারণে খেলা না হলে পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে দলগুলোকে।
Comments