কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
পুলিশের বরাতে আমাদের কুমিল্লা সংবাদদাতা জানান, নিহতের নাম বাপ্পি ওরফে রাজিব (২৬)। তিনি উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাপ্পি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
এরপর, ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী বাপ্পিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বাপ্পি মাদক মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে ১১টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র এবং ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
Comments