অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

Amitabh
অমিতাভ বচ্চনের টুইটার প্রোফাইলে ইমরান খানের ছবি।

বিগ বি অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এই সামাজিক যোগাযোগমাধ্যমটিকে এখন শোভা পাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ (১১ জুন) বলা হয়, গতরাতে আইলদিজ টিম অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছে বলে অভিযোগ উঠে। এটিকে তুরস্কের একটি হ্যাকার গ্রুপ হিসেবে ধারণা করা হচ্ছে।

টুইটার অ্যাকাউন্টটিতে ইমরান খানের ছবি বসানোর পাশাপাশি অমিতাভের জীবনীও বদলে দেওয়া হয়েছে। তুরস্কের পতাকার একটি ইমোজির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘লাভ পাকিস্তান’ শব্দ দুটি।

মুম্বাই পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা পিটিআই’কে বলেন, তারা বিষয়টি সাইবার ইউনিটকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অমিতাভের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর সেখানে একটি বার্তা বসিয়ে দেওয়া হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, “সারাবিশ্বের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। আইসল্যান্ডে তুর্কি ফুটবলারদের প্রতি যে আচরণ করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই। আমরা এখন নরম সুরে কথা বলছি। কিন্তু, আমাদের হাতে বড় লাঠি রয়েছে। আপনাদের জানাচ্ছি যে এখানে একটি বড় সাইবার অ্যাটাক হয়েছে। আইলদিজ টিম তুর্কি সাইবার আর্মি।”

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

27m ago