ব্রিস্টলে তুমুল বৃষ্টির আভাস
শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গত পরশু (৯ জুন) ব্রিস্টলে পৌঁছেই বৃষ্টির অভ্যর্থনা পেয়েছিল বাংলাদেশ। গতকাল সকালে বাংলাদেশের অনুশীলনের সময় স্বস্তি দিয়েছিল রোদ। কিন্তু বিকাল গড়াতেই ফের বৃষ্টির হানা। ম্যাচের দিনও (১১ জুন) বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। অবস্থা বেগতিক হলে মাঠে না-ও গড়াতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই।
এই মুহূর্তে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট) ব্রিস্টলের আকাশ খুবই মেঘলা। বৃষ্টি অবশ্য ঝরছে না। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ঘন কালো মেঘ দিচ্ছে তুমুল বৃষ্টির আভাস। সেই সঙ্গে ঠাণ্ডাটাও বেশ। তাপমাত্রা মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াস।
ব্রিস্টলের আবহাওয়া পর্যালোচনা করলে দেখা যায়, এদিন খেলায় বৃষ্টির বাগড়া দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সারাদিন একনাগাড়ে চলতে পারে বর্ষণ। বিবিসির আবহাওয়া প্রতিবেদন বলছে, ব্রিস্টল স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) বৃষ্টির সম্ভাবনা ৭২ শতাংশ।
এদিন সকালেই বৃষ্টি ঝরেছে ব্রিস্টলে। এখন বর্ষণ থামলেও মাঠ ভেজা। কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট ও আউটফিল্ডের কিছু অংশ। পানি জমে মাঠ ভারী হয়ে আছে। মাঠকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খেলার উপযোগী পরিস্থিতি তৈরি করতে। তাই ধরে নেওয়াই যায়, নির্ধারিত সময়ে টস হচ্ছে না। মাঠে আসেনি দুদলও।
বেরসিক বৃষ্টির শঙ্কায় বাংলাদেশের সমর্থকরাও সেভাবে মাঠে আসেননি। অধিকাংশ আসনই খালি। গেল ম্যাচগুলোতে লাল-সবুজে ছেয়ে গিয়েছিল গোটা স্টেডিয়াম ও আশপাশ। এদিন স্টেডিয়ামের বাইরেও তেমন ভিড় নেই।
একই কারণে এই মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সবশেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। খেলা মাঠেই গড়ায়নি সেদিন। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছিল দুদল। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও এমন কিছু ঘটলে সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে যাবে মাশরাফি বিন মর্তুজাদের জন্য। কারণ লঙ্কানদের বিপক্ষে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা করছে টাইগাররা।
তিন ম্যাচে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লাল-সবুজের প্রতিনিধিরা। সমান ম্যাচে এক জয়, এক হার ও একটি পরিত্যক্ত ম্যাচের কল্যাণে ৩ পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা।
Comments