কার সঙ্গে বোঝাপড়ার কথা বললেন হাবিব
এবার ঈদে হাবিব ওয়াহিদের নতুন দুটি গান প্রকাশিত হয়েছে। সিডি চয়েজ থেকে প্রকাশিত হয়েছে ‘মনের কিনারায়’ শিরোনামের গান।
এই গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই।
আরেকটি হলো ‘মন তুই’। এই গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব চ্যানেলে। রাকিব হাসান রাহুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
গান দুটি নিয়ে হাবিব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রকাশিত গান দুটি দুই ধরনের করার চেষ্টা করেছি। একটার সঙ্গে অন্যটার কোনও মিল নেই। ‘মন তুই’ গানটিতে নিজের সঙ্গে বোঝাপড়ার কথা বলা হয়েছে। মনের সঙ্গে নিজের কী কথা হয় সেটা তুলে ধরা হয়েছে গানের কথায়। আর ‘মনের কিনারায়’ গানটি একেবারে প্রেমের একটা গান। আশা করছি দুটি গানই শ্রোতাদের ভালো লাগবে।”
Comments