পাকিস্তান তবে অস্ট্রেলিয়ার জন্য সহজ প্রতিপক্ষ!

ভারতের কাছে হেরে জয়রথ থেমেছে অস্ট্রেলিয়ার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মনোবলেও কিছুটা চিড় ধরা স্বাভাবিক। হতাশা কাটিয়ে সঠিক দিশা পেতে তাই অসিদের চাই জয়। বিশ্ব সেরাদের মঞ্চে জয় পাওয়াটাও তো সহজ নয়। প্রতিদ্বন্দ্বিতা থেকে তীব্র। ছাড় দেয় না কেউই। তবে এবার যেহেতু অ্যারন ফিঞ্চদের প্রতিপক্ষ পাকিস্তান, তাই বৃষ্টি বাগড়া না দিলে পূর্ণ দুই পয়েন্ট পাবেন তারা, এমন ভবিষ্যদ্বাণী করাই যায়!
australia cricket team
ছবি: রয়টার্স

ভারতের কাছে হেরে জয়রথ থেমেছে অস্ট্রেলিয়ার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মনোবলেও কিছুটা চিড় ধরা স্বাভাবিক। হতাশা কাটিয়ে সঠিক দিশা পেতে তাই অসিদের চাই জয়। বিশ্ব সেরাদের মঞ্চে জয় পাওয়াটাও তো সহজ নয়। প্রতিদ্বন্দ্বিতা থেকে তীব্র। ছাড় দেয় না কেউই। তবে এবার যেহেতু অ্যারন ফিঞ্চদের প্রতিপক্ষ পাকিস্তান, তাই বৃষ্টি বাগড়া না দিলে পূর্ণ দুই পয়েন্ট পাবেন তারা, এমন ভবিষ্যদ্বাণী করাই যায়!

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অসিদের রেকর্ড বেশ সমৃদ্ধ। দুদলের মুখোমুখি দেখায় দ্বিগুণেরও বেশি ম্যাচ জিতেছে তারা। বিশ্বকাপে যদিও সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে তাদের মধ্যে। অস্ট্রেলিয়ার পাঁচ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় চারটি।

তবে সাম্প্রতিক অতীত বলছে, পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চলছে। দুদলের সবশেষ ১৫ ম্যাচে অসিদের জয় ১৪টিতে, বাকিটিতে জয়ী পাকিস্তান। এছাড়া গেল মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিলেন সরফরাজ আহমেদরা।

বুধবার (১২ জুন) টনটনের কাউন্টি গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। তাদের দ্বৈরথ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। পরিসংখ্যানের আলোকে দুদলের লড়াইয়ের খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ নানা তথ্য তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্য।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ১০০, অস্ট্রেলিয়া জয়ী: ৬৭, পাকিস্তান জয়ী: ৩২, টাই: ১।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ১০০, অস্ট্রেলিয়া জয়ী: ৫, পাকিস্তান জয়ী: ৪।

সম্ভাব্য একাদশ:

পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস চোট পাওয়ায় তার বদলি হিসেবে একাদশে জায়গা পেতে পারেন শন মার্শ। সেক্ষেত্রে গ্লেন ম্যাক্সওয়েলকে পঞ্চম বিশেষজ্ঞ বোলার হিসেবে খেলতে হবে। তবে বোলার বাড়িয়ে ব্যাটিং লাইনআপও ছোট করে আনতে পারে অসিরা।

অস্ট্রেলিয়া:

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জেসন বেহরেনডর্ফ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন আক্রমণ করার পরিকল্পনা বরাবরই থাকে পাকিস্তানের। সেক্ষেত্রে বিবেচনায় আসতে পারেন স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে টনটনে বৃষ্টির আশঙ্কা থাকায় দল নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবে দলটির টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তান:

ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলী, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, শাদাব খান ও মোহাম্মদ আমির।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago