কংগ্রেস কর্মীদের একটি অংশ দলের জন্যে কাজ করেনি: প্রিয়াঙ্কা
মা সোনিয়া গান্ধীর পাশে দাঁড়িয়ে কংগ্রেস কর্মীদের সমালোচনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের রায়বরেলির সভা থেকে তিনি বলেন, “তাকে বলতে বলা হয়েছে বলেই তিনি বলছেন। কংগ্রেস কর্মীদের একটি অংশ দলের বিজয় নিশ্চিত করতে যা করা দরকার ছিলো তা করেনি।”
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, “তারা কারা, খুঁজে বের করার কাজ করবেন”, বলেন প্রিয়াঙ্কা।
এবারের লোকসভা নির্বাচনের আগে তাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলো কংগ্রেস। পূর্ব-উত্তরপ্রদেশের দায়িত্বও দেওয়া হয়েছিলো তাকে। ভোটে বিজয়ী হয়েছেন সোনিয়া গান্ধী। গত বুধবার সোনিয়া নিজের সংসদীয় এলাকায় যান। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কাও।
নির্বাচনের কয়েক মাস আগে দলের দায়িত্বে আসেন প্রিয়াঙ্কা। তারপর বারানসি থেকে শুরু করে গোটা পূর্ব-উত্তরপ্রদেশ জুড়ে প্রচারণায় অংশ নেন তিনি। রায়বরেলি এবং অমেথিতেও প্রচারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। অমেথিতে পরাজিত হয়েছেন তার ভাই রাহুল গান্ধী। বিজেপির স্মৃতি ইরানির কাছে নিজের দেড় দশকের ‘কর্মভূমি’তেই হারতে হয়েছে রাহুলকে।
ছেলে হারলেও রায়বরেলি আসন থেকে এবারও বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সোনিয়া গান্ধী। নিজের সংসদীয় এলাকায় গিয়ে বিজেপির কঠোর সমালোচনা করেছেন সোনিয়া।
তিনি বলেন, “দেশ এমন একটা নির্বাচন পেরিয়ে এলো যার বিভিন্ন ধাপ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। নানা রকমের অন্যায়-অনৈতিকতার অভিযোগ উঠছে।”
Comments