দাম বাড়তে পারে
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে তা নিচে তুলে ধরে হলো:
এয়ার কন্ডিশনার, প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোন সেবা, সিরামিক, সিগারেট, হেলিকপ্টার ভাড়া, প্লাস্টিক সামগ্রী, অ্যালুমিনিয়াম সামগ্রী, রান্নার তেল, ওষুধ, ম্যারেজ সেন্টার, আইসক্রিম, গাড়ি, জ্যোতিষ ব্যবসা, নাটক, সিনেমা (ইউটিউব), হাতে তৈরি খাবার, দুধ, চিনি, বডি স্প্রে, ওভেন, বয়লার, গ্রিলার, স্মার্টফোন, ফলের জুস, বোতলজাত পানি, কোমল পানীয়, এনার্জি ড্রিংক, রঙ, পুলিথিন ব্যাগ, হোটেল-রেস্তোরাঁ, বিদেশি শিল্পীদের অংশগ্রহণমুলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে অর্থমন্ত্রী বলেছেন, বাজেটকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে এমন কোনো উপকরণ তিনি বাজেটে রাখেননি।
আরও পড়ুন:
Comments