সঞ্চয়পত্র ও পেনশন ব্যবস্থাপনা ডিজিটাল হচ্ছে
সঞ্চয়পত্র ব্যবস্থাপনা এবং পেনশন ব্যবস্থার ডিজিটালাইজেশন হচ্ছে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সামনের অর্থবছরেই এর কাজ শুরু হবে। সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্দেশ্যে অর্থ বিভাগের উদ্যোগে জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রয়, মুনাফা, নগদায়ন ইত্যাদি বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী।
এর মাধ্যমে, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের সীমা নির্ধারণ করা যাবে।
এছাড়াও পেনশনভোগীদের পেনশন পাবার ক্ষেত্রে হয়রানি থেকে রক্ষায় ব্যাংকের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সেটি যেন পেতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে বাজেটে।
আর আগামী ২০১৯-২০ অর্থবছরে সেটি শতভাগ বাস্তবায়ন করার কথাও বলা হয়েছে।
এসবের ডিজিটালাইজেশন সরকারের কাজে গতি আনবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
Comments