পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে গতকাল রাতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার বাদিয়াগছ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক মানিক হোসেন (২৫) ও একই উপজেলার সাহেবিজোত গ্রামের নূর ইসলাম নুরুর ছেলে নয়ন ইসলাম (২২) ।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার জানান, মানিক ও নয়ন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পঞ্চগড় শহরে যাচ্ছিলেন। পথে ব্যারিস্টার বাজার রাস্তায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক মানিক নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত নয়ন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
Comments