অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক
নেটে মোস্তাফিজুর রহমান আর স্থানীয় এক নেট বোলারের বল খেলছিলেন মুশফিকুর রহিম। বেশ কিছুক্ষণ ব্যাট করার পর আচমকা এক বল এসে লাগে তার ডানহাতে। এতে দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
তবে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় মুশফিকের চোট গুরুতর মনে হয়নি। তবে পর্যবেক্ষণের পরই বলা যাবে বাকিটা। চোট পাওয়া মুশফিক ড্রেসিং রুমে ফিরে আইস ব্যাগ লাগিয়ে রেখেছেন।
টন্টনের সামারসেট ক্রিকেট গ্রাউন্ডে শনিবার সকালে অনুশীলন করতে আসে বাংলাদেশ। ঝিরিঝিরি বৃষ্টি থাকায় অনুশীলন হওয়া নিয়েও ছিল সংশয়। তবে রোদ-বৃষ্টির খেলার মধ্যেই নেটে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিক।
এবার বিশ্বকাপে ছোটখাটো অনেক চোট সমস্যায় জর্জরিত বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচের আগে ঊরুর চোটে পড়েছিলেন সাকিব। কদিনের বিশ্রামের পর সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। পেসার মোহাম্মদ সাইফুদ্দিনেরও আছে এলবোতে সমস্যা।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে।
Comments