স্বাধীনবাংলা ফুটবলদলের খেলোয়াড় আব্দুল খালেক আর নেই
স্বাধীনবাংলা ফুটবলদলের সাবেক খেলোয়াড় ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (হাজী খালেক) গত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আব্দুল খালেক ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় ভারতে গঠিত স্বাধীনবাংলা ফুটবলদলের খেলোয়াড় ছাড়াও ঢাকার ভিক্টোরিয়া ক্লাব, খুলনার গোয়ালপাড়া ক্লাব ও সাতক্ষীরার টাউন স্পোর্টিং ক্লাবে নিয়মিত খেলেছেন। তিন সাতক্ষীরা মহকুমা ফুটবলদলেরও খেলোয়াড় ছিলেন।
আজ ২টায় সাতক্ষীরা শহরে লস্করপাড়া বাড়ি সংলগ্ন মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভাড়খালিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
আব্দুল খালেকের মৃত্যুতে সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ, কে, এম আনিছুর রহমানসহ সকল কর্মকর্তা সদস্য, সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ আজাহার হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়রা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Comments