ক্যারিবিয়ান পেসারদের ঝাঁজ সামলানোর তরিকা ঠিক করেছেন তামিম

Shakib Al Hasan
নেটে ব্যাট করছেন সাকিব আল হাসান। ছবি: বিসিবি

নেট বোলারদের বলে দেওয়া ছিল, মারতে হবে প্রচুর শর্ট বল। দলের পেসারদেরও তাই। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর তামিম ইকবাল। বাংলাদেশের দলের ব্যাটিংয়ের তিন ভরসা পাশাপাশি নেটে তাই খেললেন প্রচুর শর্ট বল। ওতেই আচমকা লাফানো বলে আহত হয়ে মাঠ ছাড়েন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দশ-পনেরো ওভারে বাউন্সারের গোলা সামলাতেই বাংলাদেশের এমন প্রস্তুতি। তামিম ইকবাল জানালেন ক্যারিবিয়ান পেসারদের শুরুর ঝাঁজ সামলাতে তৈরি হচ্ছেন তারা, ঠিক করেছেন ভালো খেলার তরিকা।

এবার বিশ্বকাপে শর্ট বলে কাবু করে পাকিস্তানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও তাদের পেসারদের দেখা গেছে শরীর তাক করা বল করতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত কয়েকমাসে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাদের কৌশলও তাই অনেকটা মুখস্ত হয়ে গেছে।

প্রতি ম্যাচেই প্রথম ১০-১৫ ওভার শ্যানন গ্যাব্রিয়েল, ওশান টমাসদের দেখা যাচ্ছে প্রচুর শর্ট বল করতে। চেনা এই কৌশল দেখেই নিজেদের প্রস্তুতি তামিমদের, ‘প্রতিপক্ষ কি টার্গেট করবে এই হিসেবেই অনুশীলন করা। বেশিরভাগ সময় আমাদেরকে এই টার্গেট করে। ওয়েস্ট ইন্ডিজের যদি দেখেন বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার যে কারো বিপক্ষে এই জিনিস (শর্ট বল) উপর ওরা বেশি ফোকাস করে।

তবে ধারাবাহিকভাবে কেবল শর্ট বলই নয়, লাইনলেন্থে গড়বড় করে প্রায়ই আলগা বল দেয় তারা। শর্ট বলের বিপদজনক গোলা সামলে ওসব আলগা বল থেকে নিজেদের ফায়দা তোলার ভাবনা তামিমের, ‘সেইসঙ্গেও এটাও মাথায় রাখতে হবে যে শর্ট বলের সঙ্গে আলগা বলও দিবে। সেগুলো কাজে লাগাতে হবে। গত ম্যাচেও দেখলাম অনেক বল দিয়েছে যেগুলোতে রান করা যায়। ’

‘ওদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন ধারনা তো আছেই। দশ ওভারে বোলিংয়ের উপরই  যদি বলি ওরা প্রচুর শর্ট বল করছে। একটা জিনিস শর্ট বলের সঙ্গে ওরা রানের সুযোগও দেয়। ওই জিনিস সামলাতে পারলে রান করার সুযোগ পাওয়া যাবে।’

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago